Skip to main content
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

জেলা - লালমনিরহাট


বিভাগ - রংপুর
আয়তন - ১২৪৭.৩৭১ বর্গ কি.মি.
আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য - ২৮১.৬ কি.মি.
জল সীমান্ত - ২৪ কি.মি.
জনসংখ্যা -  ১২,৫৬,০৯৯ জন
                  পুরুষ :৬২৮,৭৯৯ জন
                  মহিলা :৬২৭,৩০০ জন
মোট সংসদীয় আসন - ৩ টি 
পোস্ট কোড - ৫৫০০

স্বাক্ষরতার হার - ৬৫%
প্রশাসনিক বিভাগের কোডঃ ৫৫ ৫২

নামকরণের ইতিহাস
এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-

  • উনবিংশ শতাব্দিতে যখন বেংগল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল তখন শ্রমিকরা এখানে মাটিন নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে 'লালমনি'।
  • অন্য মতানুসারে বৃটিশ রেলওয়ে যে মহিলার জমি অধিগ্রহণ করেছিল তার নাম ছিল লালমনি। তার অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন এ জায়গার নাম রাখে 'লালমনি'।
  • অন্য আরেকটি মত হলো, ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'।
  • কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে 'লালমনিরহাট' নামকরন হয়েছে।
৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের পরাজিত করে বিজয় কেতন ওড়ায় মুক্তিবাহিনী।

ভৌগলিক অবস্থান
লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান। এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত।লালমনিরহাট জেলা গঠিত হয় ১৯৮৪ সালে।

উপজেলার সংখ্যা -  ৫ টি 
লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলো - 
  • আদিতমারী
  • কালীগঞ্জ
  • পাটগ্রাম
  • লালমনিরহাট সদর
  • হাতীবান্ধা

এ জেলার পাঁচটি উপজেলার মধ্যে হাতীবান্ধা উপজেলা সর্ববৃহৎ (২৮৮.৪২ বর্গ কিমি) এবং জেলার সবচেয়ে ছোট উপজেলা আদিতমারী (১৯৫.০৩ বর্গ কিমি)।
থানা - ৫ টি
পৌরসভা - ২ টি
ইউনিয়নের সংখ্যা - ৪৫
নদী - ৬ টি ( প্রধান নদী: তিস্তা, ধরলা।)
বনভূমির আয়তন - সামাজিক বনায়ন: ৪৮৩.৬৬ কি.মি
সংরক্ষিত বনাঞ্চল - ৮২ একর
বার্ষিক গড় বৃষ্টিপাত - ২৯৩.১ সে.মি.
বন্যা নিয়ন্ত্রণ বাধ - ২৬ কি.মি.

দর্শনীয় স্থান
  • তিস্তা সেচ প্রকল্প
  • প্রাচীন লালমনিরহাট বিমান বন্দর
  • শালবন, হাতিবান্ধা
  • বুড়িমাড়ি জিরো পয়েন্ট
  • তিনবিঘা করিডর
  • সিন্দুর মতির দীঘি
  • কবি শেখ ফজলুল করিমের বসত ভিটা
  • তিস্তা ব্যারেজ
  • কাকিনা জমিদার বাড়ি
  • বোতল বা‌ড়ি (কালীগঞ্জ- নওদাবাস)
  • কালিবাড়ি মন্দির (পাশাপাশি স্থাপিত মসজিদ ও মন্দির)
  • তুষভাণ্ডার জমিদার বাড়ি
  • ঐতিহ্যবাহী সিন্দুরমতি মন্দির
  • ৬৯ হিজরীর হারানো মসজিদ
  • নিদাড়িয়া মসজিদ
  • তুষভান্ডার জমিদারী বংশ ও জমিদার বাড়ী
  • কাকিনা জমিদারী বংশ ও জমিদার বাড়ী
  • গোড়ল বিল
  • মোগলহাট জিরো পয়েন্ট
  • ৬ নং সেক্টর
  • লালমনিরহাট জেলা জাদুঘর (লালমনিরহাট সদর)

শিক্ষা
লালমনিরহাট জেলায় ১টি বিশ্ববিদ্যালয়,৩৫টি কলেজ, ১৬৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭৮টি মাদ্রাসা, ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রায় ২০০টি কিন্ডারগার্টেন রয়েছে।
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,লালমনিরহাট সরকারি কলেজ,মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ,লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,লালমনিরহাট উচ্চ বিদ্যালয়,শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়,সিপি স্কুল,চার্চ অব গড ইত্যাদি।

লোকসংস্কৃতি
ছড়া, ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন, মেয়েলি গীত, মন্ত্র, লোকসঙ্গীত, পল্লিগীতি, বাউলসঙ্গীত উল্লেখযোগ্য।

খাওয়া দাওয়া
সিদল ভর্তা’ এখানকার জনপ্রিয় খাবার, যা কয়েক ধরনের শুঁটকির সঙ্গে নানা ধরনের মসলা মিশিয়ে বেটে তৈরি করা হয়। এছাড়াও রয়েছে বিখ্যাত “হাড়িভাঙ্গা” আম, তামাক ও আখ।

অর্থনীতি
কৃষি প্রধান হলেও বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ে এই জেলা। ৭২.৭৮% মানুষ কৃষক, ১০.৪৯% ব্যবসায়ী, ৩.৪৬% শ্রমিক এবং ৪.৪৫% চাকুরীজীবি।

উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব
  • শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক
  • ফকির মজনু শাহ
  • আসাদুল হাবিব দুলু (রাজনীতিক, সাবেক উপমন্ত্রী)
  • মুসা ইব্রাহিম
স্বাস্থ্য
লালমনিরহাট জেলা হাসপাতাল (১০০ শয্যা বিশিষ্ট), নিরাময় ক্লিনিক, দোয়েল ক্লিনিক বর্তমানে দোয়েল গেস্ট হাউজ ইত্যাদি। এছাড়া, এখানে স্বাস্থ্য বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আওতাধীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সুন্দর ভাবে চালু রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা
বাস, ট্রেন, সাইকেল, ভ্যান, রিক্সা, অটো রিক্সা এছাড়াও একটি প্রাচীন বিমান বন্দর আছে।


- সৌদিয়া আফরোজ
  ৩য় ব্যাচ, আইন ও ভূমি প্রশাসন বিভাগ

Comments