Skip to main content
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

বিশ্ব মা দিবস এর ইতিহাস






নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন -


তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো


প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বব্যাপী আমরা মা দিবস পালন করে থাকি। একটি গোষ্ঠীর মতে এই দিনটির সূত্রপাত প্রাচীন গ্রীসের মাতৃ আরাধনার প্রথা থেকে যেখানে গ্রিক দেবতাদের মধ্যে এক বিশিষ্ট দেবী সিবেল-এর উদ্দেশ্যে পালন করা হত একটি উৎসব। এশিয়া মাইনরে মহাবিষ্ণুব -এর সময়ে এবং তারপর রোমে আইডিস অফ মার্চ (১৫ই মার্চ) থেকে ১৮ই মার্চের মধ্যে এই উৎসবটি পালিত হত।



প্রাচীন রোমানদের ম্যাত্রোনালিয়া নামে দেবী জুনোর প্রতি উৎসর্গিত আরো একটি ছুটির দিন ছিল, যদিও সেদিন মায়েদের উপহার দেওয়া হত। সম্প্রদায়ের পঞ্জিকায় উল্লেখ করা রয়েছে। ক্যাথলিক পঞ্জিকা অনুযায়ী এটিকে বলা হয় লেতারে সানডে, যা কিনা লালেন্টের সময়ে চতুর্থ রোববার পালন করা হয় ভার্জিন মেরি বা কুমারী মাতার সম্মানে।


এককথায় বলা যায়, খ্রিস্টানদের ক্যাথলিক ধর্মে এই দিনটি বিশেষভাবে ভার্জিন মেরি বা কুমারী মাতার পূজায় সমর্পিত হয়ে থাকে। অন্যদিকে সনাতন ধর্মে এই দিনটিকে 'মাতা তীর্থ আনুসি' বা 'এক পক্ষকালব্যাপী মাতৃ তীর্থযাত্রা' হিসেবে গণ্য করা হয়ে থাকে।


ইতিহাস থেকে জানা যায়, ১৯১২ সালে আনা জার্ভিস মাদারস ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (আন্তর্জাতিক মা দিবস সমিতি) গঠন করেন। এমনকি তিনিই 'মে মাসের দ্বিতীয় রোববার' আর 'মা দিবস' এই দুটি শব্দের বহুল প্রচারণা চালাতে সক্ষম হন।



বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ছুটির দিনকেই বিশ্বের অন্যান্য দেশ খুব সহজেই গ্রহণ করে। আর সে কারণেই হয়ত যুক্তরাজ্যে পালিত মাদারিং সানডে বা গ্রিসের মন্দিরে যিশুর প্রাচীনপন্থী পূজা-অর্চণার মতো মাতৃত্বের সম্মানে অনুষ্ঠিত দিনের সঙ্গে সামঞ্জস্য রেখেই তারিখটিকে নির্ধারণ করা হয়।


ক্যাথলিক দেশগুলোতে ভার্জিন মেরি ডে বা ইসলামিক দেশগুলোতে পয়গম্বর মুহম্মদ (স.)-এর মেয়ের জন্মদিনের মতোই বিশ্বের কিছু কিছু দেশ তাদের প্রধান ধর্ম অনুযায়ী মা দিবসের তারিখটি পরিবর্তন করে নিয়েছে।


ইতিহাস আরও সাক্ষ্য দেয়, মূলত মা দিবসটি কিছু প্রাচীন উত্‍সবের সামান্য প্রামাণিক সাক্ষ্যস্বরূপ। যেমন, সিবেল গ্রিক ধর্মানুষ্ঠান, হিলারিয়ার রোমান উত্‍সব, যা কিনা গ্রিকের সিবেল ধর্মীয় রীতি থেকে এসেছে। অথবা সিবেল এবং হিলারিয়া থেকে আসা খ্রিস্টানদের মাদারিং সানডে উদযাপনের কথাও স্পষ্টভাবেই উল্লেখ করা যেতে পারে।


দেবী সিবেল 



বিভিন্ন দেশে 'মা দিবস' সূচনার ইতিহাস


আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে মায়েদের সম্মানে বিভিন্ন ধরনের উত্‍সব রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। তবুও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বা দেশগুলোতে ব্রিটিশ প্রথানুযায়ী মা দিবস পালন করে থাকে।


প্রতিবছর ২৭ মে বলিভিয়ায় মা দিবস পালন করা হয়।


কোচাবাম্বা শহরে ১৮১২ সালের ২৭ মে সংঘটিত করনিলার যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধরত বহু নারীকে স্পেনের সৈন্যবাহিনী নৃশংসভাবে হত্যা করে। যুদ্ধের নির্মম স্মৃতিস্মারক হিসেবে ১৯২৭ সালের ৮ নভেম্বর এই দিনটিকেই সরকারিভাবে মা দিবস হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়।


মা দিবসটি চীনদেশে আগে ততটা জনপ্রিয় ছিল না। কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে চীনাদের মনেও এই দিনটি ধীরে ধীরে জায়গা করে নিয়েছে। এখন খুব জাঁকজমকভাবেই সেখানে মা দিবস পালিত হয়।


চীনের সবচেয়ে বেশি বিক্রিত ফুল কার্নেশন মা দিবসের একটি জনপ্রিয় উপহার। দরিদ্র মায়েদের সাহায্য করা, এমনকি পশ্চিম চীনের গ্রামাঞ্চলের হতদরিদ্র মায়েদের কথা মানুষকে মনে করানোর জন্যই ১৯৯৭ সালে মা দিবসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চীনে।


গ্রিসে যিশুকে মন্দিরে পেশ করার ইস্টার্ন অর্থডক্স ফিস্ট ডের সঙ্গেই মা দিবস পালন করা হয়। থিওটকস (ঈশ্বরের মাতা) যিনি যিশুকে জেরুজালেমের মন্দিরে এনেছিলেন। সে কারণেই এই দিনটিকে গ্রিসে মা দিবস হিসেবেও গণ্য করা হয়ে থাকে।


নবী হযরত মুহম্মদ (স.)-এর মেয়ে ফাতিমার জন্মবার্ষিকীর দিন ইরানে মা দিবস পালন করা হয়।


ইতিহাসের পাতায় লেখা রয়েছে, রানি কজুনের (রাজা আকিহিতোর মা) জন্মদিনটিকেই মা দিবস হিসেবে পালন করে আসছে জাপানে। জাপানে এই দিনটি খুব জনপ্রিয় একটি দিন। মা দিবস উপলক্ষে চীনের মতোই জাপানেও মায়েদের কার্নেশন আর গোলাপ ফুল উপহার হিসেবে দেওয়া হয়।


মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে ১৯২২ সালে আলভারো ওব্রেগন সরকার মা দিবসের প্রচলন করেন। সেই বছরই এক্সেলসিয়র নামক সংবাদপত্রটি এই দিনটির সমর্থনে এক ব্যাপক প্রচার চালায়। ১৯৩০ সালের মাঝামাঝি সময়ে লাজারো কার্দেনাস সরকার মা দিবসকে একটি'দেশাত্মবোধক উত্‍সব' হিসেবে তুলে ধরার চেষ্টা করে।


ইতিহাস ঘেঁটে জানা যায়, কার্দেনাস সরকার এই দিনটিকে বিভিন্ন কাজে ব্যবহার করার চেষ্টা করেছিল। যেমন, জাতীয় উন্নয়নে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকাটিকে মনে করিয়ে দেওয়া, মেক্সিকানদের মায়ের প্রতি আনুগত্যকে আরও সুদৃঢ় করা। এমনকি মেক্সিকান মহিলাদের উপর থেকে চার্চ ও ক্যাথলিকদের প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে এমন একটি দিবসের প্রচলন করা হয় সে সময়।



পরবর্তীতে রাষ্ট্রপতি মানুয়েল আভিলা কামাচোর স্ত্রী সলেদাদ ওরজকো গার্সিয়া ১৯৪০ সালে মা দিবসের প্রচার শুরু করেন। এটিকে একটি সরকারি উত্‍সবে পরিণত করেন।


১৯৪২ সালে উদযাপিত মা দিবসটি সপ্তাহব্যাপী উত্‍সবে পরিণত হয়। সেই উত্‍সব উপলক্ষে ঘোষণা করা হয় যে, প্রত্যেক মহিলা, যারা সেলাই মেশিন বন্ধক রেখেছে-- তারা বিনামূল্যে সেগুলো ফেরত পাবে মন্ট দ্য পিয়েদাদ থেকে।


১৯৪২ সালেই মা দিবসের বিশাল অনুষ্ঠান পালনের একই সময়ে লেওন শহরে পাদ্রিরা ভার্জিন মেরির ২১০তম উত্‍সব পালন করে। সে উপলক্ষে একটি বড় কুচকাওয়াজের আয়োজন করে। এর ফলে বর্তমানে মেক্সিকোতে উল্লিখিত মা দিবসটি বিশ্ব মা ও ভার্জিন মেরি, এই দুজনরই উত্‍সব বা দিন হিসেবে পরিচিতি লাভ করেছে।


প্রতি বছর এপ্রিল মাসে নেপালে 'মাতা তীর্থে আনুসি' বা 'এক পক্ষকালব্যাপী মাতৃ তীর্থযাত্রা' অনুষ্ঠিত হয়। এই উত্‍সবটি অমাবস্যার সময় পালিত হয় বলেই এর নাম হয়েছে 'মাতা তীর্থে আনুসি'। এই উত্‍সবের উদ্দেশ্য হল, মৃত মায়েদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো এবং জীবিত মায়েদের উপহার দেওয়া ও সম্মান জানানো। নেপালে অবস্থিত কাঠমান্ডু উপত্যকার পূর্বদিকে মাতা তীর্থে যাওয়াটা হল এই উত্‍সবের একটি উল্লেখযোগ্য রীতি।এই তীর্থযাত্রাটি ঘিরেই লোকমুখে একটি ধর্মীয় কাহিনি প্রচলিত রয়েছে-- প্রাচীন কালে ভগবান শ্রীকৃষ্ণের মা দেবকী ঘুরতে বেরিয়েছিলেন। তিনি বহু জায়গা ঘুরে বাড়ি ফিরতে বেশ দেরি করে ফেলেন। ফলে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চিন্তায় খুব কাতর হয়ে ওঠেন। উনি তখন তার মাকে খুঁজতে বেরিয়ে অনেক জায়গায় খুঁজে ফেরেন। কিন্তু কোথাও তিনি তার মাকে খুঁজে পান না। শেষে যখন তিনি 'মাতা তীর্থ কুন্ড'-তে পৌঁছান, তখন তিনি তার প্রাণপ্রিয় মাকে দেখতে পান। যে তার মা পুকুরে স্নান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে খুঁজে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান এবং মায়ের অবর্তমানে সব দুঃচিন্তার কথা বর্ণনা করেন। মা দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে তখন বলেন, "আহা! তাহলে এই স্থানটিকে আজ থেকে প্রত্যেক সন্তানের তাদের ছেড়ে আসা মায়েদের সঙ্গে মিলনক্ষেত্র হয়ে উঠুক।" সেই থেকে এই জায়গাটি মৃত মায়ের সঙ্গে সাক্ষাত্‍প্রাপ্তির এক দ্রষ্টব্য ও পবিত্র তীর্থস্থান হিসেবে চিহ্নিত হয়ে আছে।


থাইল্যান্ডে মা দিবস পালিত হয় শুধুমাত্র থাইল্যান্ডের রানির জন্মদিনের দিনটি। এছাড়া থাইল্যান্ডবাসীর মা দিবস পালনের ক্ষেত্রে কোনো উদ্দেশ্য নেই।


যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ইস্টার সানডের ঠিক তিন সপ্তাহ আগেই অর্থাত্‍ লালেন্টের চতুর্থ রোববার মাদারিং সানডে পালিত হয়ে থাকে। অনেক ইতিহাসবিদ মনে করেন, ষোড়শ শতকের বছরে একবার মাদার চার্চ বা প্রধান গির্জায় যাওয়ার খ্রিস্টীয় রেওয়াজ থেকেই এই দিনটির উত্‍পত্তি।


অন্যান্য ঐতিহাসিকদের মতে, যুবতী শিক্ষানবিশ এবং অন্য যুবতীদের তাদের মালিকরা পরিবারের সঙ্গে দেখা করার জন্য তাদের কাজ থেকে অব্যহতি দিত।


বর্তমানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এই দিনটি শুধুমাত্র মায়ের প্রতি সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকে। যদিও বহু খ্রিস্টান মতাবলম্বী এখনও এই দিনটিকে সেই ঐতিহাসিকভাবেই দেখতে বেশি স্বচ্ছন্দবোধ করেন। কারণ, যেন এই দিনটিতেই যিশু খ্রিস্টের মা মেরি ও'মাদার চার্চ'-এর মতো ঐতিহ্যবাহী রীতির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ধর্মীয় রীতি জড়িয়ে রয়েছে।


ভিয়েতনামে মা দিবসকে বলা হয় 'লে ভু-লান'। চান্দ্র মাস অনুযায়ী বছরের সপ্তম মাসের পনেরতম দিনে এই দিবসটি পালন করা হয়ে থাকে। ভিয়েতনামে মা দিবস পালনের উদ্দেশ্য হল, যাদের মা জীবিত তারা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান। আর যাদের মা পরলোকগমন করেছেন তারা প্রার্থনার মাধ্যমে মৃত মায়েদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ সারাবিশ্বের প্রায় ৬০টির মতো দেশে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার একসঙ্গে মা দিবস পালিত হয়ে আসছে বহু যুগ ধরেই।


তথ্যসূত্র -


https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%83_%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8


https://m.dailyhunt.in/news/india/bangla/breaking+bangla-epaper-bkbangla/ma+dibaser+itihas-newsid-87474670






লেখক -


রিদওয়ান অনিন্দ্য


২য় ব্যাচ, আইন ও ভূমি প্রশাসন বিভাগ


রাজশাহী বিশ্ববিদ্যালয়



Comments