ঘরে বসেই একটি মাল্টিন্যাশনাল প্লাটফর্মের সাথে কাজ করার সুযোগ!
কাজ করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন ।
কাজ করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন ।
কানেক্ট জাপান (ConnectJapan) এমন একটি প্ল্যাটফর্ম যা শিক্ষার্থী এবং জাপানিজ ইউনিভার্সিটি গুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করে ।
অনেক শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় । কানেক্ট জাপান তাদেরকে সাহায্য করে থাকে। নিজেদের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে কানেক্ট জাপান বেশ কিছু ক্যাটাগরিতে ভলান্টিয়ার খুঁজছে ।
যদি ঘরে বসেই একটি মাল্টিন্যাশনাল প্লাটফর্মের সাথে কাজ করতে চান ও নিজের দক্ষতা বৃদ্ধি করতে চান তাহলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন ।
অনেক শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় । কানেক্ট জাপান তাদেরকে সাহায্য করে থাকে। নিজেদের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে কানেক্ট জাপান বেশ কিছু ক্যাটাগরিতে ভলান্টিয়ার খুঁজছে ।
যদি ঘরে বসেই একটি মাল্টিন্যাশনাল প্লাটফর্মের সাথে কাজ করতে চান ও নিজের দক্ষতা বৃদ্ধি করতে চান তাহলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন ।
৫ টি ক্যাটাগরিতে ভলান্টিয়ারিং এর জন্য আবেদন করা যাবেঃ
১। সোশ্যাল মিডিয়া (সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাব্লিশ করা এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা)
২। ভিডিও এডিটর (প্রতি সপ্তাহে ১ টি ভিডিও এডিট করা)
৩। আর্টিকেল রাইটার (প্রতিমাসে ২ টা আর্টিকেল প্রকাশ করা)
৪। গ্রাফিক্স ডিজাইনার (প্রতি সপ্তাহে ২ টা পোস্টের জন্য ছবি ডিজাইন করা)
৫। মার্কেট রিসার্চার (বিভিন্ন তথ্য রিসার্চ করা ও পোস্টের জন্য ক্যাপশন লিখা)
২। ভিডিও এডিটর (প্রতি সপ্তাহে ১ টি ভিডিও এডিট করা)
৩। আর্টিকেল রাইটার (প্রতিমাসে ২ টা আর্টিকেল প্রকাশ করা)
৪। গ্রাফিক্স ডিজাইনার (প্রতি সপ্তাহে ২ টা পোস্টের জন্য ছবি ডিজাইন করা)
৫। মার্কেট রিসার্চার (বিভিন্ন তথ্য রিসার্চ করা ও পোস্টের জন্য ক্যাপশন লিখা)
ভলান্টিয়ারিং এর সময়সীমাঃ চার মাস
সুযোগ সুবিধাসমূহ
সঠিকভাবে চার মাসের ভলান্টিয়ারিং শেষ করার পর একজন ভলান্টিয়ার যা যা পাবেঃ
* ভলান্টিয়ারিং সার্টিফিকেট (স্বেচ্ছাসেবী কাজের সনদপত্র)
* রিকমেন্ডেশন লেটার
* গ্লোবাল টিমের সাথে নেটওয়ার্কিং ও কাজ করার সুযোগ
* ইন্টার্নশিপের সুবিধা (কাজের পারদর্শিতার ভিত্তিতে)
* ভলান্টিয়ারিং সার্টিফিকেট (স্বেচ্ছাসেবী কাজের সনদপত্র)
* রিকমেন্ডেশন লেটার
* গ্লোবাল টিমের সাথে নেটওয়ার্কিং ও কাজ করার সুযোগ
* ইন্টার্নশিপের সুবিধা (কাজের পারদর্শিতার ভিত্তিতে)
আবেদনের যোগ্যতা
যে কেউ আবেদন করতে পারবেন ।
তবে কাজ করার জন্য যেসব বিষয় একজন আবেদনকারীর মাঝে থাকা উচিৎঃ
* যে ক্যাটাগরিতে আবেদন করতে আগ্রহী সেই বিষয়ে কাজ করতে উৎসাহী থাকা
* ইংরেজিতে যোগাযোগ দক্ষতা
* ভালো রিসার্চ করা জানতে হবে
* টাইম ম্যানেজমেন্ট করার দক্ষতা
* কাজ শেষ করার মানসিকতা
* প্রতিনিয়ত নতুন কিছু শিখতে আগ্রহী
* কানেক্ট জাপানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা
তবে কাজ করার জন্য যেসব বিষয় একজন আবেদনকারীর মাঝে থাকা উচিৎঃ
* যে ক্যাটাগরিতে আবেদন করতে আগ্রহী সেই বিষয়ে কাজ করতে উৎসাহী থাকা
* ইংরেজিতে যোগাযোগ দক্ষতা
* ভালো রিসার্চ করা জানতে হবে
* টাইম ম্যানেজমেন্ট করার দক্ষতা
* কাজ শেষ করার মানসিকতা
* প্রতিনিয়ত নতুন কিছু শিখতে আগ্রহী
* কানেক্ট জাপানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা
আবেদন ফর্ম - https://bit.ly/apply-ConnectJapan
অফিশিয়াল সাইট - https://www.facebook.com/ConnectJapanOfficial
Deadline - মে ১০, ২০২০

Comments
Post a Comment