Skip to main content
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন , করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকুন , সুস্থ থাকুন -------- STAY HOME STAY SAFE protect your family

ঘরে বসেই একটি মাল্টিন্যাশনাল প্লাটফর্মের সাথে কাজ করার সুযোগ!



ঘরে বসেই একটি মাল্টিন্যাশনাল প্লাটফর্মের সাথে কাজ করার সুযোগ!
কাজ করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন ।
কানেক্ট জাপান (ConnectJapan) এমন একটি প্ল্যাটফর্ম যা শিক্ষার্থী এবং জাপানিজ ইউনিভার্সিটি গুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করে ।
অনেক শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় । কানেক্ট জাপান তাদেরকে সাহায্য করে থাকে। নিজেদের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে কানেক্ট জাপান বেশ কিছু ক্যাটাগরিতে ভলান্টিয়ার খুঁজছে ।
যদি ঘরে বসেই একটি মাল্টিন্যাশনাল প্লাটফর্মের সাথে কাজ করতে চান ও নিজের দক্ষতা বৃদ্ধি করতে চান তাহলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন ।


৫ টি ক্যাটাগরিতে ভলান্টিয়ারিং এর জন্য আবেদন করা যাবেঃ
১। সোশ্যাল মিডিয়া (সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাব্লিশ করা এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা)
২। ভিডিও এডিটর (প্রতি সপ্তাহে ১ টি ভিডিও এডিট করা)
৩। আর্টিকেল রাইটার (প্রতিমাসে ২ টা আর্টিকেল প্রকাশ করা)
৪। গ্রাফিক্স ডিজাইনার (প্রতি সপ্তাহে ২ টা পোস্টের জন্য ছবি ডিজাইন করা)
৫। মার্কেট রিসার্চার (বিভিন্ন তথ্য রিসার্চ করা ও পোস্টের জন্য ক্যাপশন লিখা)

ভলান্টিয়ারিং এর সময়সীমাঃ চার মাস

সুযোগ সুবিধাসমূহ
সঠিকভাবে চার মাসের ভলান্টিয়ারিং শেষ করার পর একজন ভলান্টিয়ার যা যা পাবেঃ
* ভলান্টিয়ারিং সার্টিফিকেট (স্বেচ্ছাসেবী কাজের সনদপত্র)
* রিকমেন্ডেশন লেটার
* গ্লোবাল টিমের সাথে নেটওয়ার্কিং ও কাজ করার সুযোগ
* ইন্টার্নশিপের সুবিধা (কাজের পারদর্শিতার ভিত্তিতে)

আবেদনের যোগ্যতা
যে কেউ আবেদন করতে পারবেন ।
তবে কাজ করার জন্য যেসব বিষয় একজন আবেদনকারীর মাঝে থাকা উচিৎঃ
* যে ক্যাটাগরিতে আবেদন করতে আগ্রহী সেই বিষয়ে কাজ করতে উৎসাহী থাকা
* ইংরেজিতে যোগাযোগ দক্ষতা
* ভালো রিসার্চ করা জানতে হবে
* টাইম ম্যানেজমেন্ট করার দক্ষতা
* কাজ শেষ করার মানসিকতা
* প্রতিনিয়ত নতুন কিছু শিখতে আগ্রহী
* কানেক্ট জাপানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা

আবেদন ফর্মhttps://bit.ly/apply-ConnectJapan
অফিশিয়াল সাইট -  https://www.facebook.com/ConnectJapanOfficial
Deadline - মে ১০, ২০২০

Comments