নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন - তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বব্যাপী আমরা মা দিবস পালন করে থাকি। একটি গোষ্ঠীর মতে এই দিনটির সূত্রপাত প্রাচীন গ্রীসের মাতৃ আরাধনার প্রথা থেকে যেখানে গ্রিক দেবতাদের মধ্যে এক বিশিষ্ট দেবী সিবেল-এর উদ্দেশ্যে পালন করা হত একটি উৎসব। এশিয়া মাইনরে মহাবিষ্ণুব -এর সময়ে এবং তারপর রোমে আইডিস অফ মার্চ (১৫ই মার্চ) থেকে ১৮ই মার্চের মধ্যে এই উৎসবটি পালিত হত। প্রাচীন রোমানদের ম্যাত্রোনালিয়া নামে দেবী জুনোর প্রতি উৎসর্গিত আরো একটি ছুটির দিন ছিল, যদিও সেদিন মায়েদের উপহার দেওয়া হত। সম্প্রদায়ের পঞ্জিকায় উল্লেখ করা রয়েছে। ক্যাথলিক পঞ্জিকা অনুযায়ী এটিকে বলা হয় লেতারে সানডে, যা কিনা লালেন্টের সময়ে চতুর্থ রোববার পালন করা হয় ভার্জিন মেরি বা কুমারী মাতার সম্মানে। এককথায় বলা যায়, খ্রিস্টানদের ক্যাথলিক ধর্মে এই দিনটি বিশেষভাবে ভার্জিন মেরি বা কুমারী মাতার পূজায় সমর্পিত হয়ে থাকে। অন্যদিকে সনাতন ধর্মে এই দিনটিকে 'মাতা তীর্থ আনুসি' বা 'এক পক্ষকালব্যাপী মাতৃ তীর্থযাত্রা...
Floods Join COVID-19 Impacting Health of the Affected People What happens when a flood joins a pandemic situation? Specifically, what happens when floods join a global pandemic like COVID-19? Unfortunately, we have gotten the answer in the last few months. The monsoon floods of the year 2020 have impacted Bangladesh with all its might, which was already struggling to control the COVID-19 situation. Impact of the Floods: Every year some parts of the country flood in monsoon season but this year it stayed longer. The monsoon floods of this year have impacted 21 districts and 16 of them have been impacted moderately to severely. The overall impact was on the Northern, North-Eastern region of Bangladesh. The highest peak of the flooding was estimated at the Bahadurabad point with a 71% probability of high flooding. The peak of the flood was anticipated to hit on the 18 th July 2020. As of 22 nd July 2020, 102 Upazilla and 654 Unions have been impa...